Data Scientist in Training | AI Enthusiast | IT Professional
Krave Academy গর্বের সঙ্গে স্বাগত জানাচ্ছে Nurul Amin-কে আমাদের Instructor টিমে। Computer Science, Data Science, Artificial Intelligence এবং IT Support—এই বহুমাত্রিক অভিজ্ঞতা নিয়ে Nurul শিক্ষার্থীদেরকে প্রস্তুত করবেন আজকের data-driven বিশ্বের জন্য।
Nurul বর্তমানে জার্মানির Philipp University of Marburg-এ Master of Science in Data Science করছেন, যেখানে তার ফোকাস advanced analytics, statistical modeling এবং machine learning।
তার একাডেমিক পথচলা আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ:
MSc in Data Engineering & Analytics (Incoming) – Technical University of Munich, Germany
BSc in Computer Science – International Islamic University Malaysia (IIUM)
Certificate of Excellence অর্জন
Final Year Project Showcase-এ Bronze Award পেয়েছেন তার গবেষণা rainfall prediction using machine learning-এর জন্য
ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে জার্মানি—Nurul-এর যাত্রা প্রমাণ করে তার অবিরাম শেখার আগ্রহ এবং বাস্তব সমস্যার সমাধানে AI ব্যবহার করার প্রতিশ্রুতি।
Nurul-এর অভিজ্ঞতা একই সঙ্গে AI engineering এবং IT support-কে ধারণ করে:
AI System Engineer – CoolRIOTS (Singapore, Remote)
Rasa এবং IBM Watson দিয়ে AI-powered chatbot design ও development
Twilio, Azure Speech Services এবং Uneeq AI এর সঙ্গে integration করে voice ও visual assistants তৈরি
Docker এবং Kubernetes ব্যবহার করে ML solutions deploy
Caspio ব্যবহার করে web-based solution তৈরি
IT Analyst Intern – Schlumberger
বিশ্বব্যাপী Schlumberger কর্মীদের জন্য global IT support প্রদান
software ও hardware troubleshooting এবং repair
Active Directory, ITSM portals, ITIL processes-এ দক্ষতা অর্জন
AI development এবং IT expertise-এর এই সমন্বয় তাকে যোগ্য করে তুলেছে শিক্ষার্থীদের cutting-edge data science concepts এবং বাস্তব প্রযুক্তিগত দক্ষতা শেখাতে।
Nurul বিশ্বাস করেন hands-on, problem-based learning-এ। তার approach-এ থাকে theory ও practice-এর সমন্বয়, যাতে শিক্ষার্থীরা শুধু বিষয়গুলো বোঝেই না, বাস্তবে প্রয়োগও করতে শেখে। Predictive model তৈরি থেকে শুরু করে AI chatbot design কিংবা data visualization—সবক্ষেত্রেই তিনি গুরুত্ব দেন স্বচ্ছতা, বাস্তব প্রয়োগ এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের ওপর।
ইউরোপের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে AI ও Data Science পড়াশোনার পাশাপাশি বাস্তব প্রয়োগ করা একজন instructor-এর কাছ থেকে শেখার সুযোগ
Machine Learning, Data Visualization, AI system development-এ বাস্তব অভিজ্ঞতা
বাংলাদেশ, মালয়েশিয়া, জার্মানি ও সিঙ্গাপুরে কাজের অভিজ্ঞতা থেকে অর্জিত global perspective
Freelancing ও international tech careers-এর জন্য প্রয়োজনীয় technical ও problem-solving দক্ষতা অর্জন
Coding ও analytics-এর বাইরে Nurul আগ্রহী human-AI interaction-এর ভবিষ্যৎ নিয়ে—বিশেষ করে conversational assistant এবং intelligent data system-এর সম্ভাবনা নিয়ে। তার কৌতূহলই তাকে সর্বদা নতুন উদ্ভাবনের পথে এগিয়ে নিয়ে যায়।