তথ্যপ্রযুক্তির বিপ্লবের এই যুগে আপনি কি নিজেকে একজন ডিজিটাল সৈনিক হিসেবে ভাবেন?
তাহলে, আপনাকেই খুঁজছে Krave Aacdemy!
Krave Academy-তে ৫ জন IT Assistant (Internship) নিয়োগ করা হবে।
ট্রেইনি-গণ নিচের IT ফিল্ডসমূহে দক্ষতা অর্জন করবে:
AI Business Solutions
Web and Apps Development
Digital Marketing
Graphics & UI/UX Design
Video Presentation
Audio and Video Editing
Customer Relationship Management
ইন্টার্নশিপে আবেদন করার যোগ্যতা:
প্রার্থীর গ্র্যাজুয়েশন থাকা বাঞ্ছনীয়। তবে যারা ইংরেজিতে দক্ষ, তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অবশ্যই ল্যাপটপ থাকতে হবে।
Male/Female/Diverse সবাই আবেদন করতে পারবে।
কাজের ধরন:
এটি একটি পার্ট টাইম রিমোট ইন্টার্নশিপ রোল — অর্থাৎ, ঘরে বসেই অনলাইনে ইন্টার্নশিপ করতে পারবেন। অফিসে আসার প্রয়োজন নেই।
প্রার্থীর অবশ্যই ল্যাপটপ থাকতে হবে কাজ করার জন্য।
ইন্টার্নশিপের মেয়াদ ৩ মাস।
ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ৪০০০/- (চার হাজার টাকা) সম্মানী প্রদান করা হবে।
ডিউটি সময় ও সময়সূচি:
এটি একটি পার্ট-টাইম ইন্টার্নশিপ। ফলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন।
ডিউটি টাইম: সন্ধ্যা ৭:০০ থেকে রাত ১১:০০
Zoom এর মাধ্যমে লাইভ অনলাইন মিটিঙয়ের মাধ্যমে ডিওটি।
সপ্তাহে ৩ দিন ডিউটি (রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার)।
আবেদনের নিয়ম:
নিচের WhatsApp নাম্বারে অথবা Email এ CV সেন্ড করুন।
WhatsApp: +49 162 4103508
Email: krave.akademy@gmail.com
অথবা
নিচে প্রদত্ত Form পূরণ করে মাত্র ২ মিনিটে আপনার প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য এবং সিভি আপলোড করে আবেদন সম্পন্ন করুন।